• হোম > ঢাকা | বাংলাদেশ > কেন্দ্রে বুথ কম রাখার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কায়সারের

কেন্দ্রে বুথ কম রাখার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কায়সারের

  • বুধবার, ১৫ জুন ২০২২, ০৯:৩৪
  • ৪২৯

 কেন্দ্রে বুথ কম রাখার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কায়সারের

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি।

ঘোড়া প্রতীকের এই প্রার্থী বলেন, পরিবর্তনের আশায় মানুষ আমাকে ভোট দেবেন।
নিজাম উদ্দিন কায়সার আরও বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট দিতে পেরেছি। এ নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি। সুষ্ঠু ভোট হলে আমার জয় নিশ্চিত।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ছয়টি বুথ রাখা হলেও এখন তিনটি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।

কুসিক নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119798 ,   Print Date & Time: Wednesday, 22 October 2025, 09:22:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group