• হোম > শিক্ষাঙ্গন > প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ সুখবর

প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ সুখবর

  • বুধবার, ১৫ জুন ২০২২, ০৯:৩৪
  • ৩৬৬

প্রাথমিক শিক্ষা অধিদফতর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ সুখবর

করোনার কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দিয়েছিল অধিদফতর।

সোমবার এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদেশ বাতিল করায় বদলি কার্যক্রম চালু হবে। এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে। এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119799 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 01:58:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group