• হোম > বিনোদন > ‘আমার তো স্বামী নেই…’

‘আমার তো স্বামী নেই…’

  • বুধবার, ১৫ জুন ২০২২, ১০:৩১
  • ৩৭৪

 জয়া আহসানের নতুন ছবি ‘ঝরা পালক’

গত বছর আগস্টে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল অতনু ঘোষের ‘বিনি সুতোয়’। এই ছবির প্রায় এক বছর পর ১৭ জুন মুক্তি পাবে জয়া আহসানের নতুন ছবি ‘ঝরা পালক’।

সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় কবি জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক এই ছবিতে কবিপত্নী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া। ছবিটির মুক্তি উপলক্ষে এ মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন অভিনেত্রী।

ছবির প্রচারণায় ওপারের আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি। পর্দায় কবির স্ত্রী হয়ে ওঠা প্রসঙ্গে জয়া বলেন, ‘হ্যাঁ, কবিপত্নী হওয়া বেশ কঠিন। তা-ও আবার জীবনানন্দ দাশের মতো কবি। একটু টেনশনই হয়েছিল। ব্রাত্যদা [ব্রাত্য বসু] বড় মাপের অভিনেতা। নিজের মতো করে চেষ্টা করেছি লাবণ্যপ্রভা হয়ে ওঠার। ’

শিল্পীর স্ত্রী হওয়া তো কঠিন, শিল্পীর স্বামী হওয়াটা কি ততটাই কঠিন? এই প্রশ্নের জবাবে হেসে জয়া বললেন, “আমার তো স্বামী নেই, কী করে বলি! তবে স্বামী বা স্ত্রী নয় ‘পার্টনার’’ হওয়াটা সত্যিই কঠিন। শিল্পীদের জীবনে কত রকমের ওঠা-পড়া-ঝড় থাকে, সেগুলোকে সামাল দিতে একটা শক্ত হাতের প্রয়োজন হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119816 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 03:11:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group