• হোম > জাতীয় > প্রথমবারের মতো আলোকিত করা হলো ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু

প্রথমবারের মতো আলোকিত করা হলো ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু

  • বুধবার, ১৫ জুন ২০২২, ১০:৫৫
  • ৫৩৯

আলোকিত_পদ্ম_সেতু

মঙ্গবার সন্ধ্যায় স্বপ্নের পদ্মা সেতুতে একসঙ্গে জ্বলে উঠেছে ৪১৫ টি ল্যাম্প পোষ্টের বাতি। সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে মূল সেতুর বুকে এ বাতি জ্বালানোর মধ্য দিয়ে দেখা দেয় আলোর ঝিলিক। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের দিন সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে মাওয়া প্রান্তের ল্যাম্প পোষ্টে ২০৭ টি বাতি জ্বালানো হয়েছিলো। পুরো সেতুতে সবক’টি তথা একসঙ্গে ৪১৫ টি ল্যাম্প পোষ্টে বাতি জ্বালানো হয় এই প্রথম। এরআগে গত ৪ জুন বিকেলে পরীক্ষামূলক ভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। ওই দিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪ টি ল্যাম্প পোষ্টে বাতি জ্বালানো হয়েছিলো। এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলক ভাবে সেতুর সবক’টি বাতি জ্বালানো হয়।

এদিকে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর বুকে বিদ্যুৎ বাতি রয়েছে ৪১৫ টি। আর দু’পাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২০০টি বিদ্যুৎ বাতি। গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্প পোস্ট বসানোর কাজ শুরু হয়েছিলো। চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও এরমধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে কেবল টানা হয়েছে। গত ২৪ মে প্রথমে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি সেতুকে বিদ্যুৎ সংযোগ দেয়। ওই দিন রাত সাড়ে ৮ টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪২ নম্বর পিয়ারে এ বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়। এরপর মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিও সেতুতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। সর্বসাকুল্যে ৩০ মে প্রতিটি ল্যাম্প পোষ্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ করে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119820 ,   Print Date & Time: Monday, 26 January 2026, 08:59:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group