• হোম > বিনোদন > তৃতীয় সন্তান বিষয়ে সানী বললেন, ‘নাউজুবিল্লাহ’

তৃতীয় সন্তান বিষয়ে সানী বললেন, ‘নাউজুবিল্লাহ’

  • বুধবার, ১৫ জুন ২০২২, ১১:৩১
  • ৪৭৭

 সানীও মৌসুমী

ঠিক এই সময়ে দেশের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো ওমর সানী, মৌসুমী, জায়েদ খান। ওমর সানী জায়েদ খানকে চড় মেরেছেন আর জায়েদ খান বন্দুক দেখিয়েছেন ওমর সানীকে―এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, এর পেছনে কারণ হলো জায়েদ খান মৌসুমীকে ডিস্টার্ব করেন।

এরপর রবিবার সন্ধ্যায় জায়েদের বিরুদ্ধে ওমর সানী সংসার ভাঙার চেষ্টার অভিযোগ তুলে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেন।

ওই লিখিত অভিযোগে জায়েদ চার মাস ধরে তাঁদের সংসার ভাঙার চেষ্টা করছেন সে কথা উল্লেখ করেছেন ওমর সানী।

কিন্তু পরের দিনই মৌসুমী স্পষ্ট জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাঁকে ডিস্টার্ব তো নয়ই, উল্টো সম্মান করেন। আর তিনিও জায়েদকে স্নেহ করেন। একই সাথে মৌসুমী জানান জায়েদের মন-মানসিকতা ভালো এবং সে ভালো ছেলে।

কিন্তু মৌসুমীর এই বক্তব্যকে কার্যত নাকচ করে দিয়ে ওমর সানী ফেসবুক লাইভে এসে তাঁর বক্তব্যে অটল থাকার কথা জানান। অর্থাৎ জায়েদ যে মৌসুমীকে ডিস্টার্ব করেন সে কথাতেই অটল থাকেন। একই সঙ্গে এ-ও বলেন যে তাঁর ছেলের কাছে ব্যাপক প্রমাণ রয়েছে জায়েদের ডিস্টার্ব করার বিষয়ে।

এর মধ্যেই সোমবার ওমর সানীর সঙ্গে একজনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে সানীকে বলতে শোনা যায়, ‘আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে। আরো একটি সন্তান আসছে ইনশাআল্লাহ। আমাদের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষী রেখে কথাগুলো বলছি। ’

সেই কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর সানী-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি!

এ বিষয়ে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা উদ্ভট, বানোয়াট, নাউজুবিল্লাহ। বিষয়টি গুজব। এডিট করে কথাটি ছড়ানো হচ্ছে। যারা এটা করছেন তারা কেন করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীর সঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছেন সেটা জানি না। তবে কাজটি ঠিক করেননি। ’

ধারণা করা হচ্ছে, ছেলের বিয়ের সময় হয়তো পুত্রবধূকে নতুন অতিথি উল্লেখ করে কথাটি বলে থাকতে পারেন ওমর সানী। সে বক্তব্যই ছড়ানো হচ্ছে অন্যভাবে ব্যাখ্যা করে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119827 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 05:04:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group