• হোম > জাতীয় > সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

  • বুধবার, ১৫ জুন ২০২২, ১৩:৪৩
  • ৫৫৭

 ছবি: সংগৃহীত

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডামকে কিছুক্ষণ আগে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখানে আপাতত তার চিকিৎসার চলবে। ডাক্তাররা আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন তারপর সিদ্ধান্ত নিবেন।

গত শুক্রবার গভীর রাতে বুকের ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শনিবার দুপুরে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে এনজিওগ্রাম করে একটি ব্লক অপসারণ করে স্টেন্টিং করা হয়। বিএনপি চেয়ারপারসনের হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক রয়েছে। তবে সেখানে স্টেন্টিং করার মতো শারীরিক অবস্থা নেই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119855 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 09:53:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group