• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > সেনবাগে রাত ৯টা পর্যন্ত ভোট দিলেন শতাধিক নারী ভোটার

সেনবাগে রাত ৯টা পর্যন্ত ভোট দিলেন শতাধিক নারী ভোটার

  • বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ১২:৩৫
  • ৪৬১

 ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে প্রায় শতাধিক নারী ভোটার রাত ৯টা পর্যন্ত ভোট দিয়েছেন।

বুধবার (১৫ জুন) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রে ওই নারী ভোটারকে ভোট দিতে দেখা গেছে।

জানা যায়, ওই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৩৯৬ জন। এর মধ্যে নারী ৬৮৪ ও পুরুষ ৭১২ জন। কেন্দ্রে পুরুষদের জন্য দুটি বুথ ছিল। নারীদের জন্য একটি বুথ থাকায় এমনটি ঘটেছে। এ জন্য সংশ্লিষ্টরা নির্বাচন কর্মকর্তাকে দায়ী করেছেন।

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আবুল ফজল বলেন, সবশেষ রাত ৯টা ১০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোটগ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, নির্বাচন কমিশন থেকে নারীদের জন্য মাত্র ১টা বুথ স্থাপন করায় তা আলাদা করা সম্ভব হয়নি। বিকাল ৪টার পরও প্রায় তিন শতাধিক নারী ভোটার লাইনে থাকায় তাদের সবার ভোটগ্রহণ করতে রাত সোয়া ৯টা হয়ে যায়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119906 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 09:25:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group