• হোম > জাতীয় > সংবিধানে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তিতে শতাধিক ভুল: হাইকোর্ট

সংবিধানে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তিতে শতাধিক ভুল: হাইকোর্ট

  • বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ১৩:০০
  • ৫৩৫

 ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে শতাধিক ভুল পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।

সংবিধানে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তিতে শতাধিক ভুল: হাইকোর্ট

বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে অসম্পূর্ণ ও ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ২০২০ সালের ১০ মার্চ উচ্চ পর্যায়ের একটি কমিটি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

 

১৯৭১ সালের ৭ মার্চ তখনকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণের সময় সমাবেশে উপস্থিত থেকে যারা ভাষণটি সরাসরি শুনেছেন, তাদের কাউকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করতে বলেন আদালত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119910 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 03:38:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group