• হোম > জাতীয় | সিলেট > ভয়াবহ বন্যার কবলে সিলেট, চেরাপুঞ্জিতে ১২২ বছরে সর্বোচ্চ বৃষ্টি

ভয়াবহ বন্যার কবলে সিলেট, চেরাপুঞ্জিতে ১২২ বছরে সর্বোচ্চ বৃষ্টি

  • শুক্রবার, ১৭ জুন ২০২২, ১৮:৩৪
  • ৫৩৩

সংগৃহীত ছবি

ভারতের আসাম ও মেঘালয়ে গত তিন দিনে প্রায় আড়াই হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশের উজানে ওই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ভয়াবহ রূপ নিয়েছে বন্যায়।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা। গত ২৪ ঘণ্টায় সেখানে ৯৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা জুন মাসে ১২২ বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর গত তিন দিনে সেখানে প্রায় আড়াই হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটিও গত ২৭ বছরের মধ্যে তিন দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চেরাপুঞ্জিতে আগামী ২৪ ঘণ্টায় আরও ৫৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, এই বৃষ্টিপাত সিলেট জেলায় আগামী ২ দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে বৃষ্টি ঝরবে সোমবার পর্যন্ত।

আজ শুক্রবার সকাল থেকে সিলেট ও সুনামগঞ্জের ৮টি উপজেলায় সেনাবাহিনীর ৯টি ইউনিট পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119930 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 05:34:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group