• হোম > ক্রিকেট > ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৪৯৮ রানের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৪৯৮ রানের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

  • শুক্রবার, ১৭ জুন ২০২২, ১৯:২৯
  • ৪৭৪

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড।

শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড।

টসে হেরে ব্যাট করতে নাম ইংল্যান্ড পুরো ৫০ ওভার খেলে ৪৯৮ রান করেছে। উইকেট গেছে মাত্র ৪টি।

এর মাধ্যমে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলে তারা।

এর আগেও অবশ্য সর্বোচ্চ রানটা করেছিল ইংল্যান্ডই। তারা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামশায়ারে ৬ উইকেট হারিয়ে ৪৮১ রান করেছিল।

এদিকে ম্যাচটিতে তিন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, ডেভিড মালান এবং ফিল সল্ট সেঞ্চুরি হাঁকান। এর মধ্যে মালান ১২৫ এবং সল্ট ১২২ রান করে আউট হন। অন্যদিকে বাটলার ৭০ বল খেলে ১৬২ রান করে অপরাজিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119932 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 07:26:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group