• হোম > জাতীয় > বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবারসহ অর্থ বরাদ্দ

বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবারসহ অর্থ বরাদ্দ

  • শনিবার, ১৮ জুন ২০২২, ১০:৪২
  • ৪৫৭

প্রতীকী ছবি

দেশে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২৬ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ যে পরিমাণ খাদ্যসামগ্রী আছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জেলার জন্য দুইশ মেট্রিকটন চাল, নগদ ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, সুনামগঞ্জ জেলার জন্য নগদ ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট এবং নেত্রকোনা জেলার জন্য একশ মেট্রিকটন চাল, ১০ লাখ নগদ টাকা এবং তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া কুড়িগ্রাম জেলার জন্য নগদ ১০ লাখ টাকা এবং এক হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি রংপুর এবং নীলফামারী জেলার জন্য তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119956 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 06:36:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group