• হোম > বিনোদন > পিস্তল হাতে জাহ্নবী, চোখের সামনে নুডুলস-মোমো!

পিস্তল হাতে জাহ্নবী, চোখের সামনে নুডুলস-মোমো!

  • শনিবার, ১৮ জুন ২০২২, ১২:০৭
  • ৩৯৫

ফাইল ছবি

এক স্থিরচিত্রে চোখেমুখে ভয়ের চিহ্ন। দুহাত দিয়ে চেপে ধরে আছেন পিস্তল। আরেক স্থিরচিত্রে নিষ্পাপ চোখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। নিজেকে লুকানোর চেষ্টা করছেন। ডেস্কে দুপাশে টিফিন ক্যারিয়ারভরা নুডুলস ও মোমো।

হ্যাঁ, বলা হচ্ছে জাহ্নবী কাপুর অভিনীত ‘গুড লাক জেরি’র দুই পোস্টারের কথা। গতকাল শুক্রবার ওই দুই পোস্টার প্রকাশ করে জাহ্নবী জানিয়ে দিয়েছেন তাঁর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে এ বছরের ২৯ জুলাই। স্ট্রিমিং হবে ডিজনি প্লাস হটস্টারে।

সেই সঙ্গে জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে বলেছেন, ‘নতুন অ্যাডভেঞ্চার শুরু করছি। তুমি কি গুড লাক বলবে না?’ এর পরেই তিনি জানিয়েছেন, ২৯ জুলাই স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি। নায়ক বরুণ ধাওয়ান উত্তরে তাঁকে বলেছেন, ‘গুড লাক, ম্যাম।’

এনডিটিভি, বলিউড হাঙ্গামাসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, নতুন পোস্টারে ইনটেন্স ও ইনোসেন্ট—দুই লুকেই আবির্ভূত হয়েছেন জাহ্নবী কাপুর। আর তাই তো দুই পোস্টারের বর্ণনাও দুরকম। সিনেমাটির গল্প কী হবে, তাতে রহস্য রাখতেই বুঝি এ আয়োজন।

সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে সুবাসকরণ আলিরাজা ও আনন্দ এল রাই। সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন জাহ্নবী কাপুর। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ঠ, নীরাজ সুদ ও সুশান্ত সিং।

২০১৮ সালে মুক্তি পাওয়া নয়নতারা অভিনীত তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’র অফিশিয়াল হিন্দি রিমেক ‘গুড লাক জেরি’। ২০২০ সালে ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’ নেটফ্লিক্সে মুক্তির পর এটি জাহ্নবীর দ্বিতীয় সিনেমা, যেটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119968 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 05:18:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group