• হোম > আন্তর্জাতিক | আসাম > আসাম-মেঘালয়ে বন্যায় নিহত ৩১

আসাম-মেঘালয়ে বন্যায় নিহত ৩১

  • শনিবার, ১৮ জুন ২০২২, ১২:৩১
  • ১৮১৫

ছবি: সংগৃহীত

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির মধ্যে রাজ্য দুটির বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।

আসামের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নবগঠিত বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যাকবলিত জেলাগুলোর প্রশাসন সতর্কতা জারি করেছে- জরুরি প্রয়োজন না হলে বা কোনো জরুরি চিকিৎসাজনিত প্রয়োজন না হলে মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র : এনডিটিভি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119973 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 08:40:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group