• হোম > বিনোদন > বিয়ের পর বদলে গেছে ছেলে: নীতু কাপুর

বিয়ের পর বদলে গেছে ছেলে: নীতু কাপুর

  • শনিবার, ১৮ জুন ২০২২, ১৩:৩০
  • ৫৫৭

 ছবি: সংগৃহীত

কিছুদিন পরেই মুক্তি পাবে নীতু কাপুরের ‘যুগ যুগ জিও’। চলছে ছবির শেষ মুহূর্তের প্রচারণা। নানা অনুষ্ঠানে দিচ্ছেন সাক্ষাৎকার। সম্প্রতি তেমনই এক সাক্ষাৎকারে নীতু কাপুর কথা বলেছেন বিয়ের পরে রণবীরের জীবন পরিবর্তন প্রসঙ্গে।

নীতু বলেন, ‘আলিয়া রণবীরের জীবনে উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি যে রণবীর বদলেছে। তারা একসঙ্গে দারুণ, আমার এটা ভালো লাগে।’

নীতু কাপুর আরও বলেন, আলিয়া তাদের পরিবারের অংশ হওয়ায় নিজেকে ভাগ্যবতী মনে হয় তার। রণবীরের বিয়ে নিয়ে চিন্তা ঘুচে যাওয়ায় খুশি হয়েছেন তিনি

পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনেকটা ঘরোয়া এবং সাধারণ আয়োজনে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119980 ,   Print Date & Time: Tuesday, 21 October 2025, 11:10:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group