• হোম > আন্তর্জাতিক > সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রেসিডেন্ট জো বাইডেন

সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রেসিডেন্ট জো বাইডেন

  • রবিবার, ১৯ জুন ২০২২, ০৯:৪১
  • ৫০২

সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, সপ্তাহান্তে ছুটির মেজাজে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১৮ জুন) সকালে স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ডেলাওয়্যারের নিজের বাড়ির কাছেই একটি সমুদ্রসৈকতের পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। আর সেই সাইকেল সফরের শেষেই ঘটল বিপত্তি।

একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন, ‘আমি ভালো আছি।’

পরে সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী এবং একদল সাংবাদিককে বাইডেন বলেন, বাইকের ক্লিপ থেকে এক পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

এদিকে এক বিবৃতিতে হোয়াউট হাউস জানায়, বাইডেন সম্পূর্ণ সুস্থ আছেন তার শরীরে কোনো আঘাত লাগেনি৷ তিনি আনন্দে পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি উপভোগ করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের সাইকেল নিয়ে পড়ে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে অনেকটা মজাও করছেন তার এই পড়ে যাওয়ার দৃশ্য নিয়ে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে তিনি ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নিয়ে জল্পনাও বেড়েছে।

এর আগেও দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন বাইডেন। নির্বাচনের পরপরই প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে ২০২০ সালের নভেম্বরে পোষ্য জার্মান শেফার্ডের সঙ্গে খেলতে গিয়ে নিজের একটি পা ভেঙে ফেলেছিলেন জো বাইডেন।

এর এক বছর পর ২০২১ সালের নভেম্বরে বাইডেন পুরোপুরি সুস্থ এবং সবল হিসেবে ঘোষণা দেন তার চিকিৎসকরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120002 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:02:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group