• হোম > খেলা > আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপ ফাইনালে পেনাল্টিবঞ্চিত হয়েছিল

আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপ ফাইনালে পেনাল্টিবঞ্চিত হয়েছিল

  • রবিবার, ১৯ জুন ২০২২, ০৯:৫০
  • ৫১৪

ছবি: সংগৃহীত

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জেতে জার্মানি। তবে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস মনে করেন, সেই বিশ্বকাপটা আর্জেন্টিনার জেতা উচিত ছিল। তাঁর মতে, রেফারির পক্ষপাতমূলক আচরণের কারণেই মেসির হাতে ওঠেনি বিশ্বকাপের সোনালি ট্রফিটা।

ইনফোবে আমেরিকার ক্রীড়া সাংবাদিক রদ্রিগো দুবেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউস বলেন, ‘ফাইনালটা আর্জেন্টিনার জেতা উচিত ছিল।

ম্যানুয়েল নয়্যার যেভাবে হিগুয়াইনকে ফাউল করেছিল, এর জন্য পেনাল্টি প্রাপ্য ছিল আর্জেন্টিনার। সেদিন ভাগ্যটা আমাদের (জার্মানির) পক্ষে ছিল। ’

এই কিংবদন্তি আরো বলেন, ‘সেদিন বড় অন্যায় হয়েছিল আর্জেন্টিনার সঙ্গে। অবশ্যই, নয়্যারের কারণে পেনাল্টি হজম করতে হতো আমাদের। ’

রেফারি নিকোলে রিজ্জোলি আর্জেন্টিনাকে যদি পেনাল্টি দিতেন, আর মেসি যদি পেনাল্টি থেকে গোল করতেন, তাহলে হয়তো ৯০ মিনিটের মধ্যেই জিতে যেত আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট আর খেলতে হতো না। ম্যাচের ১১৩তম মিনিটে মারিও গোৎসে গোল করে সেদিন জার্মানিকে শিরোপা জেতান। খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয় মেসিদের।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120004 ,   Print Date & Time: Monday, 29 December 2025, 01:46:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group