• হোম > জাতীয় > শেখ হাসিনা ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন

শেখ হাসিনা ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আম পাঠালেন

  • রবিবার, ১৯ জুন ২০২২, ০৯:৫৯
  • ৪৭০

ফাইল ছবি

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আম পাঠিয়েছেন।’

তিনি বলেন, আজ ‘কূটনৈতিক চ্যানেল’ (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়)-এর মাধ্যমে এ দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে ২ হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120006 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 08:09:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group