• হোম > জাতীয় > ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে: প্রধানমন্ত্রী

ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে: প্রধানমন্ত্রী

  • রবিবার, ১৯ জুন ২০২২, ১২:৪০
  • ৪৪৬

 ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে। ক্রিকেট খেলার জন্য পিচটা অনেক গুরুত্বপূর্ণ। সেটিকে সুরক্ষিত রেখে একপাশে ফুটবলও খেলা যেতে পারে।’

আজ রবিবার সকালে ২০২১ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা ও অর্থ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের নারী দল ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে। এটা অনেক বড় অর্জন। নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা ডাংগুলি, হাডুডু তো ভুলতে বসেছে। এসব খেলা তারা খেলেনি। আমরা খেলেছি। ডাংগুলিটা ভালো খেললে বেসবলটাও ভালো খেলতে পারবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120034 ,   Print Date & Time: Saturday, 3 January 2026, 03:27:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group