• হোম > বিনোদন > যদি সাহস থাকে আমার সামনে এসে বলুন : জয়া আহসান

যদি সাহস থাকে আমার সামনে এসে বলুন : জয়া আহসান

  • রবিবার, ১৯ জুন ২০২২, ১২:৫৫
  • ৩৬৫

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বরারই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। নিজের কাজ কিংবা সময়সাময়িক নানা প্রসঙ্গ ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আর এ জন্য প্রায় সময়ই ট্রলের মুখে পড়েন। নানা ধরণের কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে যায়। তবে এসব বিষয় নিয়ে তিনি বেশি কিছু না বললেনও সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন। বিস্তর এক সাক্ষাৎকারে তিনি নানা প্রসঙ্গে নিয়েই কথা বলেন।

টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি এবার মুখ খুললেন এ প্রসঙ্গে। মানুষের বাজে মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর আমি খুব বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’

তিনি আরও বলেন ‘মুখোমুখি বলতে অনেক সাহস লাগে। সবার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই। তাদের বলতে চাই, যদি সাহস থাকে তো এসব আমার সামনে এসে বলুন। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন বিষিয়ে তুলছেন? আমার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কারণ, আপনি নিজেকে লুকিয়ে আমার সম্পর্কে মন্তব্য করছেন। এসব পাত্তা দেওয়ার কিছু নেই।’

প্রসঙ্গত, বাংলাদেশি জয়া আহসান বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘ঝরা পালক’-এর প্রচারণায়। আগামী ২৪ জুন সিনেমাটি মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমাহল গুলোতে। এটি নির্মিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে। এতে জয়ার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা ব্রাত্য বসু। পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120038 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 01:41:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group