• হোম > বিনোদন > কোরবানির অর্থ দিয়ে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবেন অনন্ত জলিল

কোরবানির অর্থ দিয়ে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবেন অনন্ত জলিল

  • রবিবার, ১৯ জুন ২০২২, ১৪:১৬
  • ৩৮৮

ফাইল ছবিকোরবানির অর্থ দিয়ে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল। ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে শনিবার (১৮ জুন) একটি ভিডিও পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।

ভিডিওটিতে অনন্ত জলিল বলেন, প্রতি বছরের মতো ৮টা, ১০টা গরু কোরবানি না দিয়ে এ বছর ১টি বা দুটি গরু কোরবানি দেবো। আর কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। শুধু কোরবানির টাকাই নয়; বিজনেসের টাকা এবং আমি যে সিনেমা মুক্তি দিতে যাচ্ছি সেখান থেকে প্রাপ্ত টাকা দিয়ে সিলেটে বন্যার্তরা যে কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াবো।

বিত্তবান সকলকে সিলেটে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনন্ত জলিল বলেন, আমরা কেউই টাকা নিয়ে কবরে যাবো না। আমরা সবাই যে টাকা উপার্জন করবো, তা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে যতটুকু পারেন, অবশ্যই মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু সহায়তা করলেও তাদের অনেকের উপকার হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120044 ,   Print Date & Time: Saturday, 10 May 2025, 07:16:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group