• হোম > আন্তর্জাতিক > জীবনের শেষ মুহূর্তেও দেশে ফেরার আকুতি পারভেজ মোশাররফের

জীবনের শেষ মুহূর্তেও দেশে ফেরার আকুতি পারভেজ মোশাররফের

  • সোমবার, ২০ জুন ২০২২, ১১:২৮
  • ৪৩৫

পারভেজ মোশাররফ

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সংযুক্ত আরব আমিরাতে হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। এ অবস্থাতেই তিনি দেশে ফিরতে উদগ্রিব। কিন্তু আকাশপথে তার ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পারভেজ মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু তারিক আজিজ এ কথা জানিয়েছেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পারভেজ মোশাররফকে দেশে ফেরার জন্য একটি বড় মাপের বোয়িং ৭৭৭ বিমান সরবরাহ দিতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরাত সরকার। তারা ওই বিমানটিকে একটি এয়ার এম্বুলেন্স বানিয়ে দিতেও প্রস্তাত। এতে থাকবে সব রকম সুবিধা এবং সরঞ্জাম।

দুবাইয়ের হাসপাতালে স্বামীর নিয়মিত দেখাশোনা করছেন মিসেস সেহবা। কিন্তু মোশারফের স্বাস্থ্যের ক্রমাবনতিতে তিনি উদ্বিগ্ন।

লাহোরের এফসি কলেজ থেকেই ঘনিষ্ঠ বন্ধু পারভেজ মোশাররফ ও তারিক আজিজ। তিনি বলেছেন, যারা সাবেক এই প্রেসিডেন্টের সুস্বাস্থ্যের জন্য শুভ কামনা জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ পরিবার। একদল দক্ষ চিকিৎসক তাকে দেখাশোনা করছেন। কিন্তু তাকে তারা দেশে পাঠানোর সাহস পাচ্ছেন না।

সাবেক এই জেনারেল কথা বলতে খুব কষ্ট পান। তবু তিনি দেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সব সময় প্রার্থনা করেন। ওদিকে তার ছেলে বিলাল তার পাশে অবস্থান নিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120115 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:56:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group