• হোম > খেলা > মুমিনুল চাইলে ‘বিরতি’ দিতে রাজি সাকিব

মুমিনুল চাইলে ‘বিরতি’ দিতে রাজি সাকিব

  • সোমবার, ২০ জুন ২০২২, ১২:২৬
  • ৫৫০

মমিনুল এবং সাকিব

টেস্ট ক্রিকেটে সময়টা একেবারেই পক্ষে নেই মুমিনুল হকের। টানা ব্যাটিং ব্যর্থতায় হারিয়েছেন অধিনায়কত্ব। এবার সাকিব আল হাসানের নেতৃত্বেও নিজেকে হারিয়ে খুঁজছেন বাংলাদেশের এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার। একটানা এমন ব্যাটিং পারফরম্যান্সের পর কেউ কেউ বলছেন মুমিনুলকে বিশ্রাম দেয়ার কথা। অ্যান্টিগা টেস্ট শেষে সাকিব জানালেন, কেবল মুমিনুল চাইলেই এমন সিদ্ধান্তে আপত্তি নেই তার।

শেষ ৬ টেস্টে ১১ ইনিংসে ব্যাটিং করেন মুমিনুল। এর মধ্যে কেবল একটি ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন বাঁহাতি এই ব্যাটার। ৩০ বছর বয়সী এই ব্যাটার বাকি দশ ইনিংসের চারটিতেই করেন শুন্য।

সবমিলিয়ে ব্যাট হাতে সময়টা খুবই কঠিন যাচ্ছে মুমিনুলের। নিজের এমন দুঃসময়ে অধিনায়ক সাকিবকে অবশ্য পাশে পাচ্ছেন মুমিনুল। তবে মুমিনুল চাইলেই কেবল তাকে বিরতি দেবেন সাকিব, পরের টেস্ট শুরুর আগে এ নিয়ে কিছুই ভাবছেন না তিনি।

অ্যান্টিগা টেস্ট শেষে সাকিব বলেন, ‘মুমিনুল বিরতি চাইলে সেটি হতে পারে। এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটা হচ্ছে, ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে।’

‘এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। পরের দুইদিন আমাদের বিরতি আছে। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করব, ওই দিনই চিন্তা করব, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ছয়টি বল খেলতে পেরেছেন মুমিনুল। কোনো রানই করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ১২ বল। মুমিনুলের আত্মবিশ্বাস যে কতোটা নড়বড়ে সেটারই যেন প্রমাণ ছিল সেই ১২টি বল।

ব্যাটের কানায় লাগা একটি বাউন্ডারি অবশ্য তিনি পেয়েছেন। এরপর কাইল মায়ার্সের ফাঁদে পড়ে লেগ বিফোরের শিকার হয়ে বিদায় নেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120129 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 02:11:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group