• হোম > ব্যবসা বাণিজ্য > সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে মন্ত্রিসভার অনুমোদন

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে মন্ত্রিসভার অনুমোদন

  • সোমবার, ২০ জুন ২০২২, ১৬:৪৮
  • ৫৯১

 ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিসভা সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে পেনশন কতটা সর্বজনীন হবে আর এটি কবে নাগাদ চালু হবে সেবিষয়ে কিছু জানাননি অর্থমন্ত্রী।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৮ থেকে ৫০ বছর বয়সীরা এই পেনশন স্কিমের আওতায় আসবে। এর বেশি বয়সীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখার আলোচনা হয়েছে। ৬০ বছরের পর থেকে এ পেনশন কার্যকর হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনটি এখন ভেটিং হবে এরপর অনুমোদন পেলে সংসদে উঠবে। এনআইডিকে ভিত্তি ধরে ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত সবাই অংশ নিতে পারবে। প্রবাসী কর্মীরাও এটাতে চাঁদা দিয়ে অংশ নিতে পারবে। কমপক্ষে ১০ বছর প্রিমিয়াম দিতে হবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120143 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 08:08:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group