• হোম > জাতীয় > স্বপ্ন, পদ্মা, সেতুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

স্বপ্ন, পদ্মা, সেতুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ২১ জুন ২০২২, ০৯:৩৪
  • ৪৮৮

 স্বপ্ন, পদ্মা, সেতুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে গত শুক্রবার একসঙ্গে জন্ম নেওয়া শিশু স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক এই উপহার তিন শিশুর বাবার বাড়ি নবীগঞ্জে নিয়ে আসেন।

এ সময় শামীম মুসফিকের সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিন সন্তানের বাবা আশরাফুল ইসলাম অপু জানান, সদ্যোজাত তাঁর তিন সন্তান স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্য প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তার পরিবার দারুণ খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করছে তার পরিবার।

প্রধানমন্ত্রীর উপহারের মধ্যে রয়েছে এক ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইন, ফুলের তোড়া ও ফল। গত শুক্রবার নারায়ণগঞ্জ সদরে একটি ক্লিনিকে আশরাফুল ইসলাম অপুর স্ত্রী সাইমা আক্তার হিমি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন।

এ সময় ডাক্তার স্বপ্রণোদিত হয়ে ‘স্বপ্নের পদ্মা সেতু’ উদ্বোধনের কথা মাথায় রেখে তিন সন্তানের নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু। ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। আজ সোমবার বেলা ১১টায় তিন সন্তান নিয়ে ক্লিনিক ছেড়ে শীতলক্ষ্যার পূর্বপার নবীগঞ্জে নিজ বাড়িতে চলে যান পরিবারের সদস্যরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120149 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 01:34:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group