• হোম > বিনোদন > ঈদে আসছেন ‘নায়ক’ অপূর্ব

ঈদে আসছেন ‘নায়ক’ অপূর্ব

  • মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১১:০৯
  • ৪২৫

 ছবি: সংগৃহীত

শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও সত্যিকারের নায়ক অপূর্ব। পথশিশুদের ইফতারসহ বিভিন্ন সময়ে মানবিকতার পরিচয় দেন এ অভিনেতা। তেমনই এক মানবিক ডাক্তার চরিত্রে অভিনয় করলেন ছোট পর্দার নামি তারকা অপূর্ব।

মাসরিকুল আলমের গল্পে এস আর মজুমদারের পরিচালনায় নির্মিত অপূর্ব অভিনীত এ নাটকের নাম ‘নায়ক’। যেখানে ডাক্তার চরিত্রে অভিনয় করেন অপূর্ব। তার বিপরীতে আছেন সাবিলা নূর। আরও আছেন সমু চৌধুরী, শাহবাজ সানিসহ অনেকে।

আসন্ন ঈদুল আযহায় চ্যানেল আই এর পর্দায় নাটকটি প্রচার হবে। এরপর পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

নাটকের গল্পের ধারণা দিতে গল্পকার মাসরিকুল আলম জানান, একজন ডাক্তার শহরের লোভনীয় চাকরি ছেড়ে মফঃস্বলের মানুষের চিকিৎসায় নিজেকে বিলিয়ে দেন। মানুষের কল্যাণে বিলাসবহুল জীবন ছেড়ে পড়ে থাকেন নির্দিষ্ট অঞ্চলে।

ক্লিনিকে অতিরিক্ত ভাড়া, সরকারি অ্যাম্বলেন্স থেকে কমিশন বন্ধ, ভেজাল ঔষধ সবকিছুর বিরুদ্ধে সোচ্চারসহ বিভিন্ন অসঙ্গতি দূর করে সাধারণ মানুষের সেবা করতে থাকেন। এছাড়া গল্পের মধ্যে আরও সামাজিক সচেতনতার বার্তা থাকবে বলে জানা যায়।

তিনদিন শুটিংয়ের মাধ্যমে ইতোমধ্যেই অপূর্বর ‘নায়ক’ নাটকের শুটিং শেষ হয়েছে। একজন নায়ক হতে গেলে সিনেমা বা নাটকে নয়, বাস্তব জীবনে যে কেউ যে কোনো পেশায় থেকে ‘নায়ক’ হতে পারেন সেটাই অপূর্বর ‘নায়ক’ নাটকের মূল উপজীব্য।

‘নায়ক’ হতে যাচ্ছে মাসরিকুল আলমের গল্পে দ্বিতীয় নাটক। এর আগে তিনি ‘নতুন করে শুরু’ নাটকের গল্প লিখেছিলেন। বলেন, নায়ক অন্যরকম এক গল্পের নাটক। গল্পটি যখন সাজাই, শুরু থেকে এই চরিত্রে অপূর্ব ভাইকে দেখতে পাচ্ছিলাম। ঈদে প্রচারের পর নাটকটি নিয়ে দর্শক আলোচনা করবেন বলে আমরা বিশ্বাস করি। সেই সঙ্গে পাবেন সচেতনার ইতিবাচক বার্তা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120174 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 03:02:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group