• হোম > জাতীয় > দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

  • বুধবার, ২২ জুন ২০২২, ০৯:৪১
  • ৫৩৮

ফাইল ছবিদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের বন্যা পরিস্থিতি, পদ্মাসেতু উদ্বোধনসহ দেশের বিভিন্ন ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে প্রেস উইং সূত্রে জানা গেছে।

গতকাল (২১ জুন) সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন করবেন শেখ হাসিনা। সেদিন সেতুর দুই প্রান্তে নামফলক উন্মোচন করবেন তিনি। ২৫ জুন বিকেলে মাদারীপুরের শিবচরে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120212 ,   Print Date & Time: Thursday, 18 September 2025, 09:56:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group