• হোম > জাতীয় > বন্যা একদিক থেকে আশীর্বাদ, বললেন প্রধানমন্ত্রী

বন্যা একদিক থেকে আশীর্বাদ, বললেন প্রধানমন্ত্রী

  • বুধবার, ২২ জুন ২০২২, ১১:১৫
  • ৪১৯

 ফাইল ছবি

বন্যা শুধু দুর্ভোগের কারণ নয়, এটি একদিক থেকে আশীর্বাদও বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “বন্যা একদিক থেকে আশীর্বাদ। কারণ, এতে ভূগর্ভস্থ্য পানির স্তর উন্নত হয়। জমির উর্বরতাও বাড়ে।”

প্রধানমন্ত্রী বলেন, আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তারপরও আমাদের মনে রাখতে হবে, আমাদের বন্যার সঙ্গে বসবাস করতে হবে। কেননা, এটি বন্যাপ্রবণ এলাকা।

বুধবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120232 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 02:51:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group