• হোম > আন্তর্জাতিক > স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টাকালে নিহত ১৮

স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টাকালে নিহত ১৮

  • শনিবার, ২৫ জুন ২০২২, ১৫:০১
  • ৩৪২

 ছবি: সংগৃহীত

স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টার সময় ১৮ অভিবাসী নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। আজ শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে কয়েকজন সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে যান।

শুক্রবার ভোরে সংঘর্ষের পর বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও অভিবাসীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্চ মাসে স্পেন ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করে। এরপর দেশটিতে এটাই প্রথম অভিবাসীদের গণপ্রবেশের চেষ্টা।

স্প্যানিশ কর্মকর্তারা বলছেন, কয়েক শ’ অভিবাসী বেড়া কেটে ছিটমহলে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছিল। অধিকাংশকে জোর করে ফিরিয়ে দেয়া হয়েছে। তবে শতাধিক প্রবেশ করেছেন এবং তাদের একটি অভ্যর্থনা কেন্দ্রে রাখার প্রক্রিয়া চলছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120328 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:48:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group