• হোম > জাতীয় > সোনার ছেলেমেয়েরা তৈরি হও, দেশকে নেতৃত্ব দিতে : প্রধানমন্ত্রী

সোনার ছেলেমেয়েরা তৈরি হও, দেশকে নেতৃত্ব দিতে : প্রধানমন্ত্রী

  • রবিবার, ২৬ জুন ২০২২, ১৩:০৩
  • ৪৩৫

ফাইল ছবি

শিক্ষার্থীদের র্উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘নতুন প্রজন্মকে বলবো, সোনার ছেলেমেয়েরা তৈরি হও, দেশকে নেতৃত্ব দিতে। বাংলাদেশ যেন আর পিছিয়ে না থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায়। উদ্ভাবনী শক্তিতে আমাদের ছেলেমেয়েরা আরও উন্নত হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

আজ রবিবার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২-এ সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুরাই তো প্রধানমন্ত্রী হবে, শিক্ষক হবে। সেভাবেই তারা তৈরি হোক। প্রযুক্তি-বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সব সময় গবেষণার ওপর জোর দিয়েছি। কারণ গবেষণাই পারে পথ দেখাতে।’

তিনি বলেন, ‘মেধা অন্বেষণ একটি চমৎকার ব্যবস্থা। এর মধ্য থেকে অনেক সুপ্ত জ্ঞান বেরিয়ে আসবে, যা আমাদের দেশের আগামী দিনের উন্নয়নে কাজে লাগবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা বিজয়ী জাতি, বিশ্বের মধ্যে মাথা উঁচু করে চলবো। এ দেশ আমাদের। আমরা এ দেশকে উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলবো।’

শিক্ষানীতি নিয়ে সরকারপ্রধান বলেন, ‘সাফল্য অর্জন করতে হলে নীতিমালা বা লক্ষ্য থাকা প্রয়োজন। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করলে সাফল্য পাওয়া যায়। আমরা শিক্ষা ক্ষেত্রে সেটাই করেছি।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120375 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 02:06:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group