• হোম > ঢাকা | বাংলাদেশ > পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে টিকটক!

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে টিকটক!

  • রবিবার, ২৬ জুন ২০২২, ১৪:১৮
  • ৪১৮

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গুরুত্বের সঙ্গে এই খবর দেশের সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জুন) সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে রবিবার দেখা গেল সেই নির্দেশনাকে তোয়াক্কা করছেন না অনেকেই।

শুধু গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ছবিই নয়, অনেকে দাঁড়িয়ে টিকটক শুরু করে দিয়েছেন।

এ বিষয়ে কালের কণ্ঠের শিবচর প্রতিনিধি বলছেন, ‘বিষয়গুলো ঠেকাতে কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যে কাজ শুরু করেছে। ’

রবিবার সকালে বেসরকারি একটি টেলিভিশন লাইভ টেলিক্যাস্ট করতে থাকে। সেই লাইভেই দেখা যায়, সেতুতে গাড়ি থামিয়ে অনেকেই ছবি তুলছেন। শুধু তাই নয়, কয়েকজন নারীকে দেখা গেল তারা টিকটক করছেন। অথচ নির্দেশনায় শুধু ছবি তোলাই নয়, গাড়ি দাঁড় করে, নামা যাবে না, হাঁটা চলাফেরা করে যাবে না সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ভিডিওর অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

পদ্মা সেতু উদ্বোধনের পূর্বেই বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে বলা হয়েছিল ছবি দাঁড়িয়ে তোলা যাবে না।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা গুলো হলো-

১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

২. পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

৩. তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।

আরও পড়ুন… পদ্মা সেতুর উদ্বোধনী দিনে ১৮ সেতুতে টোল দিতে হবে না

৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।

৫. সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120391 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 03:12:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group