• হোম > আন্তর্জাতিক > বদলে ফেলা হলো মার্কিন দূতাবাসের সড়কের নাম

বদলে ফেলা হলো মার্কিন দূতাবাসের সড়কের নাম

  • রবিবার, ২৬ জুন ২০২২, ১৬:৩৮
  • ৩৮৫

 বদলে ফেলা হলো মার্কিন দূতাবাসের সড়কের নাম

মার্কিন দূতাবাসের সামনের সড়কের নাম পরিবর্তন করলো রাশিয়া। শনিবার (২৫ জুন) সড়কটির নতুন নাম দেয়া হয় দোনেৎস্ক পিপলস রিপাবলিক স্কয়ার।

মস্কো বলছে, দোনবাসের বাসিন্দা এবং সেখানে যুদ্ধরত রুশ সেনাদের প্রতি সমর্থন জানাতেই নামকরণের এ উদ্যোগ। এ লক্ষ্যে চলতি মাসেই অনলাইন ভোটাভুটি আয়োজন করে মস্কো। তাতে ৪৫ শতাংশ রুশ জানান সমর্থন। তবে নাম পরিবর্তন ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন দূতাবাস।

গত ২২ ফেব্রুয়ারি রুশ বিদ্রোহী অধ্যুষিত ইউক্রেনের দুই প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো দখলমুক্ত করার লক্ষ্যে দুদিনের ব্যবধানে শুরু হয় বিশেষ সামরিক অভিযান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120400 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:55:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group