• হোম > বিনোদন > উপস্থাপক নিশোর অনুষ্ঠানে স্বামীসহ পরীমনি

উপস্থাপক নিশোর অনুষ্ঠানে স্বামীসহ পরীমনি

  • রবিবার, ২৬ জুন ২০২২, ১৬:৫৫
  • ৪০৯

 উপস্থাপক নিশোর অনুষ্ঠানে স্বামীসহ পরীমনি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর অতিথি হলেন বড় পর্দার তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ দেখা যাবে তাদের।

প্রথমবারের মতো আফরান নিশোকে ‘আনন্দ মেলা’র উপস্থাপক হিসেবে পাওয়া যাবে। অনুষ্ঠানটিতে এই তারকা তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে ধরা দেবেন। বিশেষ একটি পর্বে নিশোর সঙ্গে আড্ডায় অংশ নেবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ।

‘আনন্দ মেলা’র পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।

অনুষ্ঠানটি নিয়ে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো ‘আনন্দ মেলা’ জুড়ে থাকছে বিভিন্ন চমক। এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120406 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:27:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group