• হোম > ঢাকা | বাংলাদেশ > পদ্মা সেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে : পুলিশ

পদ্মা সেতুতে টিকটককারীদের খোঁজা হচ্ছে : পুলিশ

  • সোমবার, ২৭ জুন ২০২২, ১০:০৭
  • ৪৪০

 ছবি: সংগৃহীত

আইন অমান্য করে যারা পদ্মা সেতুতে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করেছেন, তাদেরকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জুন) আরটিভি নিউজকে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির মুন্সীগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আজিজুল হক।

তিনি বলেন, পদ্মা সেতুতে যারাই আইনের ভঙ্গ করে টকটক ভিডিও করেছে তাদেরকে আইনের আওতায় আনতে চেষ্টা করছি। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পুলিশ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।

কিন্তু শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। যান চলাচলের জন্য খুলে দেওয়ার দিনই বিভিন্ন সময়ে সেতুতে বিশৃঙ্খলা দেখা গেছে।

ইতোমধ্যে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120427 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:40:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group