• হোম > জাতীয় > সাক্ষাতে সিইসিকে কী বললেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার?

সাক্ষাতে সিইসিকে কী বললেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার?

  • সোমবার, ২৭ জুন ২০২২, ১০:৩৬
  • ৪৮৫

---

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া।

রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেসি ব্রুআর।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানিয়েছেন। নির্বাচন নিয়ে দেশটিকে ব্যাখ্যাও দেয়া হয়েছে বলে জানান সিইসি।

‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুন্দর ও স্বচ্ছ দেখতে চায় অস্ট্রেলিয়া।’ সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন জেরেসি ব্রুআর।

জেরেসি বলেন, ‘সিইসির সঙ্গে আমাদের খুব সুন্দর ও সময়োপযোগী আলোচনা হয়েছে। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়ে আলোচনা হয়েছে।’ অস্ট্রেলীয় হাইকমিশনার বলেন, ‘অস্ট্রেলিয়ায় তত্ত্বাবধায়ক সরকার নেই। নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে জেরেসি বলেন, ‘সুন্দর, খোলামেলা, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।’

সিইসি হাবিবুল আউয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আলোচনা নয়, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। এসময় তাদের দেশের নির্বাচন কীভাবে হয় সেটা বলছিলেন। আমাদের নির্বাচন সম্পর্কেও তার ধারণা আছে। আমাদের নির্বাচনটা সুন্দর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।’

তবে জেরেসি কোনো পরামর্শ দেননি বলে জানান কাজী হাবিবুল আউয়াল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120437 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 10:10:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group