• হোম > বিনোদন > ট্রলের শিকার আল্লু অর্জুন

ট্রলের শিকার আল্লু অর্জুন

  • সোমবার, ২৭ জুন ২০২২, ১২:০৫
  • ৪৪৯

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ‘আইকন স্টার’ খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন। অভিনেতার অভিনয়ে মুগ্ধ কোটি দর্শক। গত বছর ‘পুষ্পা’ চরিত্রে একেবারে বাজিমাত করে দিয়েছেন এই অভিনেতা।

‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয়তার পরে শুধু দক্ষিণী সিনেমা নয় আল্লু অর্জুন এখন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার।

তবে সম্প্রতি এক ছবির কারণে ট্রলের শিকার হয়েছেন ‘পুষ্পারাজ’।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আল্লু অর্জুন পরেছেন একটি ঢোলা টি-শার্ট ও কালো ট্রাউজার। তার গালভর্তি দাড়ি-গোঁফ, চোখে কালো চশমা, ঝাঁকড়া চুল।

এই ছবি ভাইরাল পর থেকেই অভিনেতার ওজন নিয়ে শুরু হয় কাঁটাছেড়া। নেটিজেনদের দাবি, সাধারণ যা, তা থেকে অনেকটাই মোটা লাগছে তাকে। এরপর বয়ে যায় কটাক্ষের বন্যা।একজন লিখেছেন, ‘কী মোটা হয়েছে!’ কেউ কেউ বলছেন, ‘যত দিন যাচ্ছে, বুড়ো হচ্ছে।’

বলিউডে সুঠাম চেহারার কদর আগাগোড়াই। তবে দক্ষিণী ছবিতে যদিও এ ধরনের রীতি নেই। সেখানে সাধারণ বা ভারী চেহারার অভিনেতারাও অনায়াসে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তারপরও বিতর্কের মুখে আল্লু। তবে সমালোচনা এড়িয়ে আপাতত অভিনেতা ব্যস্ত ‘পুষ্পা-২’র শুটিং নিয়ে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120460 ,   Print Date & Time: Friday, 5 September 2025, 07:30:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group