• হোম > বিনোদন > পলাশের সঙ্গী হলেন সাদিয়া

পলাশের সঙ্গী হলেন সাদিয়া

  • সোমবার, ২৭ জুন ২০২২, ১৪:৫৩
  • ৩৯৭

ছবি: সংগৃহীত

ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। এবার একটি ওভিসিতে তার সঙ্গী হয়েছেন নবাগতা সাদিয়া আয়মান।

পলাশ গণমাধ্যমকে জানান, ‘কাজটি করতে গিয়ে একদল নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। শুটিং শেষে যখন বাড়ি ফিরছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল, যাক এমন একদল মানুষের সঙ্গে কাজটি করতে পেরেছি, যারা হাসিমুখে দিনটা শুরু করেছেন আবার হাসিমুখেই আমাকে বাড়ি পাঠিয়েছেন। দিনশেষে আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফেরাই বড় কথা। সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ।’

সাদিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পলাশ বলেন, ‘তার (সাদিয়া) সঙ্গে এটা আমার প্রথম কাজ। সে দারুণ পারফর্ম করেছে।’

অন্যদিকে সাদিয়া বলেন, ‘যে চরিত্রে অভিনয় করেছি, সেটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। পলাশ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। আশা করছি, দর্শকরা আমাদের কাজটি পছন্দ করবেন।’

গত মঙ্গলবার (২১ জুন) ওভিসিটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সিজু খান ও আকাশ হক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120479 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 04:07:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group