• হোম > রাজনীতি > বিএনপির রাজনীতি পদ্মার গহীন অতলে নিমজ্জিত: ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতি পদ্মার গহীন অতলে নিমজ্জিত: ওবায়দুল কাদের

  • সোমবার, ২৭ জুন ২০২২, ১৫:১৪
  • ৪১২

 ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহীন অতলে নিমজ্জিত।

সোমবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি। সরকার নাকি অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন— বিএনপি মহাসচিবের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্যে বিএনপির হতাশা ও রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের সাথে জনগণ রয়েছে; আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগ নেই। বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন। বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে। বিএনপির ষড়যন্ত্র আর পদে পদে বাধা শেখ হাসিনা সরকারের উন্নয়নকে একটুও বাধাগ্রস্ত করতে পারেনি। তাই বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় আক্রান্ত বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপি কখনও বিপদে মানুষের পাশে দাঁড়ায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, বানভাসি মানুষের পাশে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন কাজ করছে, তখন বিএনপি নেতারা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120485 ,   Print Date & Time: Monday, 8 December 2025, 10:02:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group