• হোম > রাজনীতি > ‘শিক্ষকদের টার্গেট করে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে’

‘শিক্ষকদের টার্গেট করে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে’

  • মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১০:৪২
  • ৫৪৯

 ছবি: সংগৃহীত

শের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষকদের টার্গেট করে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে প্রশাসনের নির্লিপ্ততা, ক্ষেত্র বিশেষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিবৃতিতে তারা নড়াইলে একজন সংখ্যালঘু অধ্যক্ষকে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের উপস্থিতিতে গলায় জুতার মালা পরিয়ে গ্রেপ্তার এবং অপর এক সংখ্যালঘু শিক্ষককে ওই অধ্যক্ষকে রক্ষা করার চেষ্টা করার জন্য মারধরের ঘটনা উল্লেখ করে বলেন, ‘সারাদেশ জুড়ে সাম্প্রদায়িক অপশক্তি যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, এটা তারই অংশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120526 ,   Print Date & Time: Monday, 8 December 2025, 09:40:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group