• হোম > খেলা > আটলান্টিকে সাইক্লোন; ফেরিতে সমুদ্রযাত্রা নিয়ে শঙ্কিত বাংলাদেশ দল

আটলান্টিকে সাইক্লোন; ফেরিতে সমুদ্রযাত্রা নিয়ে শঙ্কিত বাংলাদেশ দল

  • মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৬:৪৭
  • ৪২৩

ছবি: সংগৃহীত

সাইক্লোন ধেয়ে আসছে আটলান্টিক মহাসাগরে; যার প্রভাব পড়বে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। আর সে কারণে সেন্ট লুসিয়া থেকে ফেরিতে ডমিনিকা পর্যন্ত সমুদ্রযাত্রা নিয়ে শঙ্কিত বাংলাদেশ ক্রিকেট দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুন) রাত থেকেই সেন্ট লুসিয়াতে শুরু হবে সাইক্লোনের প্রভাব। এই দ্বীপটিতেই এখন আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেন্ট লুসিয়া সরকার সাইক্লোনের ব্যাপারে সতর্কতা জারি করেছে। সাইক্লোনের কারণে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রও থাকবে উত্তাল, ঢেউ ১১ থেকে ১৩ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে।

সেন্ট লুসিয়ার মতো বাংলাদেশের প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যু ডমিনিকাতেও সাইক্লোনের প্রভাব পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এর। বুধবার (২৯ জুন) ফেরিতে সেন্ট লুসিয়া থেকে আটলান্টিক পাড়ি দিয়ে বাংলাদেশ দলের যাবার কথা রয়েছে আরেক দ্বীপ ডমিনিকায়। শুধু বাংলাদেশ দলই নয়, ওয়েস্ট ইন্ডিজ দলেরও একই ফেরিতে যাওয়ার কথা। ঝড়ের কারণে এই যাত্রা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ দল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120570 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 08:23:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group