• হোম > জাতীয় > ড. ইউনূস-হিলারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার দাবি এমপি নিক্সনের

ড. ইউনূস-হিলারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার দাবি এমপি নিক্সনের

  • বুধবার, ২৯ জুন ২০২২, ০৯:২৮
  • ৩১১

ছবি: সংগৃহীত

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানিয়েছেন সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, পদ্মা সেতু যাতে বাস্তবায়িত না হয়, এ জন্য দেশি-বিদেশি যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। আমি দাবি জানাচ্ছি, ড. ইউনূস, হিলারি ক্লিনটন, টনি ব্লেয়ারের স্ত্রীর ওপর স্যাংশন দেয়া হোক। যাতে ভবিষ্যতে বাংলাদেশে এসে নতুন করে কোনো ষড়যন্ত্র না করতে পারে।

পদ্মা সেতুর বিরদ্ধে যেসব বাংলাদেশি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন, তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানান আওয়ামী যুবলীগের এই প্রেসিডিয়াম সদস্য।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120578 ,   Print Date & Time: Wednesday, 6 August 2025, 02:31:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group