• হোম > রাজনীতি > বিএনপির ২ হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

বিএনপির ২ হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

  • বুধবার, ২৯ জুন ২০২২, ১৩:২৩
  • ৩৮৪

 ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে উপজেলার শ্রীনগর হাইস্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার।

অনুষ্ঠানে স্থানীয় ঠিকাদার ভৈরব পৌর বিএনপির সাবেক সহসভাপতি সেলিম মিয়ার নেতৃত্বে দলটির অন্তত দুই হাজার নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন।

এ সময় নাজমুল হাসান পাপন বলেন, সেলিম মিয়া আজ তার দলবল নিয়ে আওয়ামী লীগে যোগদান করায় আমি তাকে ধন্যবাদ জানাই। এ সময় ঠিকাদার সেলিম মিয়া ফুল দিয়ে পাপনকে অভিনন্দন জানান।

পাপন আরও বলেন, বন্যায় ভৈরব উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের দরিদ্র মানুষকে আজ ত্রাণ দেওয়া হয়েছে। বন্যায় না খেয়ে কেউ মারা যাবে না। সরকার ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আমি ত্রাণের ব্যবস্থা করেছি।

এর আগে সকালে উপজেলায় বন্যাদুর্গত এলাকার এক হাজার মানুষকে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেন পাপন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120640 ,   Print Date & Time: Friday, 5 September 2025, 04:34:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group