• হোম > রাজশাহী > সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

  • বুধবার, ২৯ জুন ২০২২, ১৯:০৬
  • ৪৪৪

সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ (জুন) সকাল ১০ টা থেকে দিনব্যাপী সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলার সহকারী পরিচালক লোকমান হোসেন, সহকারি প্রসিকিউটর সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সূধীজন, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120670 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 11:09:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group