• হোম > বিনোদন > আমি সংবাদ চাইনা, আমার সংবাদের প্রয়োজন নেই: প্রভা

আমি সংবাদ চাইনা, আমার সংবাদের প্রয়োজন নেই: প্রভা

  • বুধবার, ২৯ জুন ২০২২, ১৯:২১
  • ৪২৯

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বললেই সেটা নিউজ হয়ে যাচ্ছে। বিষয়টিতে মোটেও খুশি নন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ নিয়ে কথাও বলেছেন তিনি।

প্রভা বলেন, ‘আমার ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদ করা হচ্ছে। একবারও আমার কাছে কেউ জানতে চায়নি, সেটা আমার পারসোনাল ইমোশন কিনা? এসব দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ’

মঙ্গলবার প্রভাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিদেন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রভা তার কর্মের জন্য ক্ষমা চেয়েছেন।

বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি। আমি কি তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবো না! কেন আমাকে নিয়েই সংবাদ করতে হবে? আরতো কারো সংবাদ হয় না! এমন আজব আজব সংবাদে আমি কতটা মানসিকভাবে আহত হই তারা বোঝে না!’

প্রভা দাবি করেন, তিনি ভালো ভালো উক্তি সংগ্রহ করেন এবং সেসব উক্তি ছবির সঙ্গে বা বিভিন্ন পোস্টে ব্যবহার করেন। তিনি বলেন, ‘আমি যখনই কোনো বিখ্যাত উক্তি দেখি সেটা সংগ্রহে রাখি। এভাবেই উক্তিগুলো আমি প্রকাশ করতে ভালোবাসি। কিন্তু সেটা আমার ব্যক্তিগত কথা বানিয়ে সংবাদ করা হলে সেটা খুবই দুঃখজনক।’

সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমি সংবাদ চাইনা। আমার সংবাদের প্রয়োজন নেই। আমাকে অন্তত ভালো থাকতে দিন। আমি ভালো থাকতে চাই। আমি কিছু লিখলেই কেন সংবাদ হবে? কেন আমার ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে?’

উল্লেখ্য, প্রভা প্রায়ই ইনস্টগ্রাম স্টোরিতে নিজের অনুভূতি শেয়ার করেন। শেয়ার করেন নিজের নানা গেটআপের ছবি। সম্প্রতি মানুষের অনিশ্চিত জীবনের কথা স্মরণ করে একটি স্টোরি শেয়ার করেন তিনি, যেখানে লিখেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ তার এই পোস্ট প্রতিবেদন আকারে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120672 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 05:08:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group