• হোম > জাতীয় > করোনার চতুর্থ ঢেউ এসেছে: প্রধানমন্ত্রী

করোনার চতুর্থ ঢেউ এসেছে: প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১০:০২
  • ৪০৪

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে করোনার সংক্রমণ বেড়েই চলছে। বৈশ্বিক এই মহামরীর আরেকটা ঢেউ এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি করোনার চতুর্থ ঢেউ বলে জানান তিনি। বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। সবাইকে টিকা দিতে পেরেছি। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী আমরা শতভাগ টিকা দিয়েছি। নতুনভাবে আবার দেখা দিয়েছে। সবাইকে বলবো স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলতে। এসময় তিনি সবাইকে করোনার বুস্টার ডোজ গ্রহণেরও আহ্বান জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের জন্য মরার ওপর খাড়ার ঘা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিগত ১৩ বছরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা বার বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের মানুষের জন্য এই গৌরবটা আমরা বয়ে আনতে পেরেছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120697 ,   Print Date & Time: Wednesday, 29 October 2025, 05:25:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group