• হোম > রাজনীতি > রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতার আত্মহত্যা

রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতার আত্মহত্যা

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১২:৫৮
  • ৪০৮

ফাইল ছবি

ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ আত্মহত্যা করেছেন।

জানা গেছে, বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। ধানমন্ডির তাকওয়া মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে ও পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পড়াশোনা ও অন্যান্য কারণে হতাশায় ছিলেন সাদাত। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি একটা সুইসাইডাল নোট পেয়েছি আমরা। এই ঘটনায় মামলা করা হয়েছে এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিষয়টি জানিয়ে বুধবার রাতে শোকবার্তা দিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের একাংশের সভাপতি মো. ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ সাবেক সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ আজ (২৯ জুন) দুপুরে ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120729 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 02:08:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group