• হোম > জাতীয় > পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা আরেক যুবক গ্রেফতার

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা আরেক যুবক গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১৪:৪৭
  • ৫০৭

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা আরেক যুবক গ্রেফতার

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে স্ট্যাটাস দেয়ায় জড়িত মো. মেহেদী (২৫) নামে আরেক তরুণকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সংবাদমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট (সিটিটিসি) মেহেদীকে গ্রেফতার করে বলেও জানান তিনি।

গত ২৮ জুন নোয়াখালী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাকে ঢাকায় নিয়ে আসে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন গ্রেফতার মেহেদীর বাবা মো. মনির হোসেন।

এর আগে, গত ২৭ জুন সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য মেহেদীর বাবাকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বাড়িতে পৌঁছে দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মেহেদীকে নোয়াখালী থেকে আটক করে পুলিশ।

‘পদ্মা সেতুর নাট খুইল্লা গেছে’ এমন মন্তব্য করে ফেসবুকে ভিডিও পোস্ট ও শেয়ার করে মেহেদী। পরে তা ভাইরাল হয়। এ ঘটনার পর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায় সে।

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দী গ্রামের মনির কাজীর বড় ছেলে মেহেদী।

এর আগে, গত ২৫ জুন দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোর থেকে এই সেতু যান চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

 


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120732 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:07:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group