• হোম > খেলা > পাহাড়সম রান নয়, পাওয়ার হিটিং চাই: সিডন্স

পাহাড়সম রান নয়, পাওয়ার হিটিং চাই: সিডন্স

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১৫:৫৭
  • ৪১৩

ছবি: সংগৃহীতওয়েস্ট ইন্ডিজ সফরে এখন টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। স্বাগতিক দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নামার অপেক্ষায় টাইগাররা। আগামী ২ জুলাই ডমিনিকায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

টেস্ট সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ দল। তাই কুড়ি ওভারের ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি চান ব্যাটিং কোচ জেমি সিডন্স। বোলারদের ওপর আস্থা রাখলেও ব্যাটিংয়ে মূল চ্যালেঞ্জটা দেখছেন তিনি। তবে স্কোরবোর্ডে বিশালাকারের রান তুলতে হবে- এমনটা মনে করেন না সিডন্স।

পাওয়ার হিটার না থাকায় স্কিল হিটিংয়ে মনোযোগী হতে হবে ব্যাটসম্যানদের- এমনটাই মনে করেন এই অস্ট্রেলিয়ান, ‘জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মতো আমাদের খুব বেশি দীর্ঘকায় গড়নের খেলোয়াড় নেই। তাই অন্যভাবে উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব না।’

সাকিব, নাসুম, মোস্তাফিজ, শরিফুল, তাসকিনদের নিয়ে গড়া বোলিং লাইনআপে ভরসা পাচ্ছেন সিডন্স, ‘আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, অনেক বেশি রান করতে হবে। একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। এজন্য সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং অবশ্যই টি-টোয়েন্টি ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে।’

সাকিব-মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ে সিঙ্গেলস, চার, ছক্কার সমন্বয় দেখতে চান সিডন্স, ‘ব্যাটিংয়ে একটা ব্যালেন্স থাকতে হবে। আমরা যদি অনেক চার মারতে পারি, অনেক সিঙ্গেল নিতে পারি, পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে বোর্ডে ভালো স্কোর দিতে পারব। এরপর আমাদের বোলিং আক্রমণ বাকিটা সামলে নিতে পারবে। আমাদের পাহাড়সম রান করতে হবে না।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120750 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 06:40:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group