• হোম > আইন-অপরাধ > মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের একজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের একজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১৬:১১
  • ৪১৫

ফাইল ছবি

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার শফি উদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই মামলায় আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করা করে। ট্রাইব্যুনালের অপর বিচারকরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি একেএম হাফিজু আলম।

এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে ২০১৮ সালে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পাঁচ আসামির বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দুইটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। যার মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120756 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 11:40:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group