• হোম > ঢাকা > মিরপুরে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

মিরপুরে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১৬:২২
  • ৪১৫

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর এলাকা থেকে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর মডেল পুলিশ। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাকিল আহম্মেদ, মো. সুমন ও মো. সিরাজুল মোস্তফা। এসময় তাদের হেফাজত থেকে ২ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গোপন সংবাদের মাধ্যমে জানা যায় মিরপুর এলাকায় মানহা বাজারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ শাকিল, সুমন ও সিরাজুলকে গ্রেফতার করা হয়। মিরপুর থানা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120758 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 02:49:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group