• হোম > আইন-অপরাধ | শিক্ষাঙ্গন > ৫ দিনের রিমান্ডে শিক্ষক উৎপল হত্যার প্রধান আসামি জিতু

৫ দিনের রিমান্ডে শিক্ষক উৎপল হত্যার প্রধান আসামি জিতু

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ২০:৫০
  • ৩৯০

আশরাফুল ইসলাম জিতু। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজীব হাসান বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য জানিয়েছেন।

ঘটনার পরপরই জিতু পালিয়ে যায়। বুধবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শিক্ষক উৎপল হত্যা মামলায় জিতুর বয়স ১৬ বছর উল্লেখ করা হয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, জেএসসি পরীক্ষার সনদ অনুযায়ী তার বয়স ১৯ বছর।

বিকেলে জিতুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে সাভার থানা পুলিশ। আবেদনের সঙ্গে জিতুর জন্মসনদ ও জেএসসি পরীক্ষার সনদ সংযুক্ত করা হয়, যাতে তার বয়স ১৯ বছর দেখা যায়।

এসময় ম্যাজিস্ট্রেট রাজীব হাসান মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেন। শিশু আদালত আশরাফুলের সনদ পর্যালোচনা করে তাকে প্রাপ্তবয়স্ক সাব্যস্ত করে মামলাটি আবার ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। এরপর উভয় পক্ষের শুনানি নিয়ে জিতুকে পাঁচ দিন পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

গত ২৫ জুন দুপুরে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র জিতু ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিত হামলা চালায় শিক্ষক উৎপল কুমারের ওপর। প্রথমে ওই ছাত্র শিক্ষকের মাথায় আঘাত করে এবং পরে এলোপাতাড়ি পেটাতে থাকে। এছাড়া স্টাম্পের সূচাল অংশ দিয়ে পেটের বিভিন্ন অংশে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় উৎপলকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত সোমবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120770 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 09:04:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group